Home Entertainment অবশেষে গ্রেপ্তার সুশান্তের প্রেমিকা রিয়া

অবশেষে গ্রেপ্তার সুশান্তের প্রেমিকা রিয়া

78
0
মাদক মামলায় গ্রেপ্তার সুশান্তের প্রেমিকা রিয়া। ছবি : সংগৃহীত

দীর্ঘ আলোচনার পর অবশেষে গ্রেপ্তার হলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী। তিন দিন জেরার পর আজ মঙ্গলবার দুপুরে তাঁকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়েছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)।

রিয়ার গ্রেপ্তারের খবর প্রকাশ করেছে এনডিটিভি, ইন্ডিয়া টিভি, আনন্দবাজারসহ ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।

ভারতীয় গণমাধ্যমগুলো প্রতিবেদনে জানিয়েছে, ৬ সেপ্টেম্বর (রোববার) থেকে দুই দফা জেরার পর আজও কিছুক্ষণ জেরা করা হয় রিয়াকে। এর পরই তাঁকে মাদক মামলায় গ্রেপ্তার দেখায় এনসিবি।

এর আগে এনসিবির ডেপুটি ডিরেক্টর কে পি এস মালহোত্রা জানান, রিয়াকে হেফাজতে নেওয়ার প্রক্রিয়া চলছে। তাঁকে ডাক্তারি পরীক্ষা করা হবে।

কদিন আগে রিয়া এনসিবির কাছে স্বীকার করেন, ২০১৬ সাল থেকে তিনি, প্রেমিক সুশান্ত ও ভাই শৌভিক একসঙ্গে মাদক সেবন করতেন।

এক সাক্ষাৎকারে সুশান্তের বাবা কে কে সিং বলেছিলেন, ‘দীর্ঘদিন আমার ছেলেকে বিষ দিয়েছে রিয়া। সে ওর খুনি। কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, সে ও তার সহযোগীদের যেন দ্রুত গ্রেপ্তার করা হয় এবং শাস্তি দেওয়া হয়।’

গত ১৯ আগস্ট সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন ভারতের সুপ্রিম কোর্ট। একই সঙ্গে মুম্বাই পুলিশ যেসব প্রমাণ সংগ্রহ করেছে, তা যেন সিবিআইয়ের কাছে হস্তান্তর করে, সে আদেশও দেন আদালত। বলিউডের অনেক তারকা এ রায়কে স্বাগত জানান।

এর আগে ২৫ জুলাই সুশান্তের বাবা কে কে সিং অভিনেত্রী ও প্রয়াতের কথিত প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও বিষণ্ণতার জন্য তাঁকে দায়ী করে এফআইআর দায়ের করেন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এখন তদন্ত করছে ঠিক কী কারণে ১৪ জুন আত্মহত্যা করেছেন সুশান্ত বা এর নেপথ্যের কারণই বা কী, তা খুঁজে বের করতে মরিয়া তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here