Home Bangladesh করোনায় ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২০ : স্বাস্থ্য অধিদপ্তর

করোনায় ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৩২০ : স্বাস্থ্য অধিদপ্তর

112
0

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ৯২৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৩২০ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট চার লাখ সাত হাজার ৬৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার ৪৪২ জন। এ নিয়ে দেশে মোট তিন লাখ ২৪ হাজার ১৪৫ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১৩টি ল্যাবে ১১ হাজার ৫৩২টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ২০৯টি।

২৪ ঘণ্টায় নতুন ১৮ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ১২ ও নারী ছয়জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন চার হাজার ৫৫৩ জন ও নারী এক হাজার ৩৭০ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে তিনজন ও ষাটোর্ধ্ব ১১ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে দুজন, খুলনায় দুজন ও সিলেট বিভাগে একজন। সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ২৩ লাখ ৩৬ হাজার ২৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here