Home International কোহলিকে ছাড়িয়ে গেলেন বুমরাহ

কোহলিকে ছাড়িয়ে গেলেন বুমরাহ

107
0

চলতি বছর আয়ের হিসেবে অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়িয়ে গেছেন ভারতীয় তারকা পেসার যশপ্রীত বুমরাহ। এ বছর ভারতের হয়ে চার টেস্ট, নয় ওয়ানডে ও আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১ কোটি ৩৮ লাখ রুপি আয় করেছেন তিনি। আর কোহলি এক টেস্ট কম খেলে ১ কোটি ২৯ লাখ রুপি আয় করেন।

ভারতীয় ক্রিকেটররা বেতন ছাড়াও প্রত্যেক ম্যাচের জন্য আলাদা ফি পেয়ে থাকেন। টেস্ট ম্যাচে ১৫ লাখ, ওয়ানডেতে ছয় লাখ ও টি-টোয়েন্টির জন্য পারিশ্রমিক হিসেবে তাঁরা পান তিন লাখ রুপি করে।

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বক্সিং ডে টেস্টে খেলছেন না কোহলি। এ সুযোগে আয়ের দিক থেকে এগিয়ে গেছেন বুমরাহ।

তবে ইনজুরির কারণে এ বছর বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি রোহিত শর্মা। অস্ট্রেলিয়া সফরের শুরুর দিকে খেলতে পারেননি তিনি। সিরিজের তৃতীয় টেস্টে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে। তাই আয়ের দিকে থেকে অনেক পিছিয়ে রয়েছেন রোহিত। তিনটি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে রোহিতের আয় মাত্র ৩০ লাখ রুপি।

এর পরেই আছেন রবীন্দ্র জাদেজা। তিনি আয় করেছেন ৯৬ লাখ রুপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here