Home International ঘনিষ্ঠ উপদেষ্টা থেকেই ট্রাম্প করোনায় আক্রান্ত?

ঘনিষ্ঠ উপদেষ্টা থেকেই ট্রাম্প করোনায় আক্রান্ত?

95
0

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তাঁরা দুজনেই বর্তমানে কোয়ারেন্টিনে আছেন। ধারণা করা হচ্ছে ঘনিষ্ঠ একজন উপদেষ্টার মাধ্যমে আক্রান্ত হয়েছেন ট্রাম্প।

সিএনএন এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিক্স করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় ট্রাম্প এবং মেলানিয়া কোয়ারেন্টিনে যান এবং পরবর্তি সময়ে তাঁদের করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।

বৃহস্পতিবার রাতে এক টুইটে ট্রাম্প নিজে এ তথ্য জানিয়ে বলেন, তাঁর এবং মেলানিয়ার নমুনা পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। তাঁরা ফল হাতে পাওয়ার অপেক্ষায় আছেন।

তারপর শুক্রবার সকালে আরেক টুইট বার্তায় ট্রাম্প বলেন, ‘কোভিড-১৯ পরীক্ষায় আমি ও ফার্স্ট লেডি মেলানিয়া পজিটিভ হয়েছি। আমরা তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টিনে এবং সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছি। আমরা একসঙ্গেই এটাকে জয় করব।’

করোনায় আক্রান্ত ৩১ বছর বয়সী হিক্স এ সপ্তাহের শুরুতে ট্রাম্পের সঙ্গে ‘এয়ার ফোর্স ওয়ান’-এ ভ্রমণ করেছেন। একটি টেলিভিশন বিতর্কে অংশ নিতে ট্রাম্প ওহাইওতে গিয়েছিলেন।

গত মঙ্গলবার ক্লিভল্যান্ডে প্রেসিডেন্টের উড়োজাহাজ থেকে নামার সময় হিক্সের মুখে মাস্ক ছিল না। পরের দিন বুধবার একটি নির্বাচনী সমাবেশে অংশ নিতে হেলিকপ্টারে করে মিনেসোটায় যান ট্রাম্প। সেখানেও তাঁর সঙ্গে ছিলেন হিক্স।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here