Home International চির নিদ্রায় আটলান্টার প্রিয় ‘আইসিইউ দাদা’

চির নিদ্রায় আটলান্টার প্রিয় ‘আইসিইউ দাদা’

76
0

বেশ কিছু বছর আগে ভাইরাল হওয়া ‘আইসিইউ দাদা’খ্যাত ডেভিড ডিউচম্যান আর নেই। গত ১৪ নভেম্বর অগ্নাশয়ের ক্যান্সারের সাথে লড়াইয়ে পরাজিত হয়ে মৃত্যুবরণ করেন।

গত ১৫ বছর ধরে আইসিইউ দাদা খ্যাত ডেভিড ডিউচম্যান সদ্য জন্মগ্রহণ করা শিশু যারা শঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) জীবন মৃত্যুর সাথে লড়তো তাদের সাথে একজন স্বেচ্ছাসেবক হিসেবে যুক্তরাষ্ট্রের আটলান্টার একটি শিশু পরিচর্চা কেন্দ্রে খেলাধুলা করতেন। গত কয়েক বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ভাইরাল হয়ে আলোচিত হন এবং বিশ্বব্যাপী তিনি প্রশংসিত হন। কিন্তু শিশুদের লড়াইয়ে শক্তি যোগানো এই আইসিইউ দাদা নিজেই অগ্নাশয় ক্যান্সারের কাছে লড়াইয়ে পরাজিত হলেন।

তার বিদায়ে তার পরিবার অত্যন্ত মর্মাহত। যদিও তার পরিবারের সদস্যরা বিশ্বাস করেন, আইসিইউ দাদা তার দয়া ও ভালোবাসার মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন। এ প্রসঙ্গে ডেভিড ডিউচম্যানের কন্যা সুশান লিলি বলেন, বাবার জীবনের সবচেয়ে আনন্দঘন সময়টা ছিল যখন তিনি এইসব অসুস্থ শিশু ও তাদের বাবা-মায়েদের সঙ্গ দিয়েছেন। তার একটি সফল ব্যবসায়িক ক্যারিয়ার থাকলেও, কখনও তিনি নিজেকে নিয়ে বড়াই করেননি।

ব্যবসায়িক জীবনকে বিদায় নিয়ে ডিউচম্যান স্বেচ্ছাসেবক হিসেবে তিনি আটলান্টার একটি শিশু পরিচর্চা কেন্দ্রে যোগদান করেন যেখানে তিনি খুব অল্প দিনের মধ্যেই আইসিইউ দাদা হিসেবে পরিচিতি লাভ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here