Home West Bengal চেরাপুঞ্জিতে ১২২ বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

চেরাপুঞ্জিতে ১২২ বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড

ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসি হিল জেলার চেরাপুঞ্জিতে শুক্রবার গত ২৪ ঘণ্টায় ৯৭ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা সেখানে গত ১২২ বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। চেরাপুঞ্জিতে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ১৯৯৫ সালের ১৬ জুন, ওই সময় তা ছিল ১৫৬.৩ সেন্টিমিটার। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

ভারতের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে একই ইস্ট খাসি হিল জেলার মাউসিনরামে। ১৫ জুন এখানে গত ২৪ ঘণ্টায় রেকর্ডকৃত বৃষ্টিপাত ছিল ৭১  সেন্টিমিটার, যা পঞ্চম সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড। ১৯৬৬ সালের ৭ জুন মাউসিনরামে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৯৪.৫ সেন্টিমিটার। ইস্ট খাসি হিলের বেশ কয়েকটি স্থানে এই সপ্তাহে বৃষ্টিপাত রেকর্ড গড়েছে।

ভারতের আবহাওয়া অধিদফতর (আইএমডি) প্রতি ঘণ্টায় বৃষ্টিপাতের রেকর্ড নথিবদ্ধ করার চেষ্টা করছে, যাতে চলমান বর্ষণকে মেঘ বিস্ফোরণ হিসেবে শ্রেণিভুক্ত করা যায়। প্রতি ঘণ্টায় যদি ১০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয় তাহলে মেঘ বিস্ফোরণ বলা হয়ে থাকে।

বঙ্গোপসাগর ও আরব সাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা হিমালয় অঞ্চলে আঘাত হেনেছে। এতে মেঘালয় ও আসামে ভারী বর্ষণ হচ্ছে (২০ সেন্টিমিটারের বেশি)।

আইএমডি বিজ্ঞানী আর কে জেনামানি জানান, দক্ষিণী ও দক্ষিণ-পশ্চিমী বায়ু গত সপ্তাহ ধরে হিমালয়ের পূর্বাঞ্চলে আঘাত হানছে। এর ফলে বৃষ্টিপাত হচ্ছে। চেরাপুঞ্জিতে দমকা হাওয়া রয়েছে। আগামী দুই দিন চরম ভারী বর্ষণ হতে পারে। তবে বৃষ্টিপাতের চূড়া অতিক্রম হয়ে গেছে। ২১ জুন থেকে আমরা বিহার, পশ্চিমবঙ্গের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা করছি।

শুক্র ও শনিবারের আসাম ও মেঘালয়ে ‘রেড ক্যাটাগরির’ সতর্কতা জারি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here