Home International তুরস্ক ও গ্রিসে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৮

তুরস্ক ও গ্রিসে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৮

106
0

এজিয়ান সাগরে শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে অন্তত ছয়জন ও গ্রিস উপদ্বীপে দুজন নিহত হয়েছেন। শুক্রবারের এই ভূমিকম্পে বহু ভবন ভেঙে পড়েছে। আর উপকূলীয় এলাকা ও গ্রিস উপদ্বীপে জলোচ্ছ্বাস আঘাত হেনেছে।

সাত মাত্রার এই ভূমিকম্পে ইজমির শহরে লোকজন আতঙ্কে রাস্তায় নেমে এসেছেন। সাগর তীরবর্তী বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যার পানি গ্রামের ধ্বংস হওয়া বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিএনএন জানিয়েছেন, আজ শুক্রবার এই ভূমিকম্প আঘাত হানার পর তুরস্কের উপকূলবর্তী শহর ইজমিরে লোকজন আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে আসে।

তুরস্কের দৈনিক ডেইলি সাবাহ বলছে, দেশটির তৃতীয় বৃহত্তম শহর ইজমিরে ১৩ তলা একটি ভবন ধসে পড়েছে। এ ছাড়া আরো বেশ কিছু জায়গা থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য আসতে শুরু করেছে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, মাটির ১০ কিলোমিটার গভীরে কম্পন হয় এবং উৎসস্থল তুরস্কের উপকূলের ৩৩.৫ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের প্রভাব পড়েছে বুলগেরিয়া, সাইপ্রাস, মিশর, লিবিয়া, যুক্তরাজ্য এবং উত্তর মেসিডোনিয়াতেও।

তুরস্কের অভ্যন্তরীণ মন্ত্রী সুলেমান সোয়লু জানিয়েছেন, ইজমিরের বেয়ারাকলি ও বোরনোভা জেলায় ছয়টি বাড়ি ভেঙে পড়েছে। উসাক, ডেনিজলি, মনিসা, এডেন, মুগলার মতো সংলগ্ন প্রদেশগুলিত সামান্য ক্ষয়ক্ষতির খবর মিলেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here