Home International নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত অন্তত ১১

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত অন্তত ১১

83
0

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রচেস্টার শহরে বন্দুকধারীর গুলিতে অন্তত দুজন নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন অন্তত ১১ জন। স্থানীয় সময় শনিবার রাত সাড়ে ১২টার ঠিক আগে গুডম্যান স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ের কাছে গুলিবর্ষণ শুরু হয়েছিল। নেদারল্যান্ডসভিত্তিক বার্তা সংস্থা বিএনও নিউজ এক প্রতিবেদনে খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গোলাগুলি শুরু হওয়ার পরই পুলিশের কাছে সংবাদ পৌঁছে যায়। ওই সময় ঘটনাস্থলের বাইরে শত শত মানুষের ভিড় লক্ষ করা যায়। তবে এখন পর্যন্ত এ ঘটনার বিস্তারিত জানা যায়নি। এ ছাড়া কে বা কারা এ হামলা চালিয়েছে, তাও পুলিশের কাছে পরিষ্কার নয়।

স্থানীয় কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে জানা গেছে, মোট ১৩ জন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে গোলাগুলির সময় ঘটনাস্থলেই দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, ঘটনাস্থল ও হাসপাতালের বাইরে ভিড় জমাচ্ছেন হতাহতদের স্বজনরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here