Home Sports ‘বক্সিং ডে’ টেস্টে ১৯৫ রানে অলআউট অস্ট্রেলিয়া

‘বক্সিং ডে’ টেস্টে ১৯৫ রানে অলআউট অস্ট্রেলিয়া

98
0

অ্যাডিলেড টেস্টের পরাজয় আর নিয়মিত অধিনায়ক বিরাট কোহলিকে ছাড়া অনেকটা কোণঠাসা অবস্থায় বক্সিং ডে টেস্টে মাঠে নেমেছে ভারত। কিন্তু চাপের মুখে থেকেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন রবিচন্দ্রন অশ্বিন, জাসপ্রিত বুমরাহ এবং ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নামা মোহাম্মদ সিরাজ। ভারতীয় বোলারদের দাপটে টেস্টের প্রথম দিনেই ১৯৫ রানে অলআউট হয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

আজ শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৫টায় মেলবোর্নে আগে ব্যাট করতে নেমে ৭২.৩ ওভার খেলতে পেরেছে অস্ট্রেলিয়া। তারকা ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে ১৯৫ রানে অলআউট হয়েছে স্বাগতিকরা।

মেলবোর্নে টস জিতে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই বিপদে পড়ে অস্ট্রেলিয়া। দলীয় ১০ রানের মাথায় হারায় ওপেনার জো বার্নসকে। টিকতে পারেননি আরেক ওপেনার ম্যাথু ওয়েড ও তারকা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ। দুজনকেই ফেরান অশ্বিন। এরপর অসিদের মিডল অর্ডারকে চেপে ধরেন বমরাহ, সিরাজ ও জাদেজা।

কিছুদূর লড়াই করেছেন মার্নাস লাবুশেন ও ট্রাভিস হেড। কিন্তু বেশিক্ষণ চালিয়ে যেতে পারেননি। শেষ পর্যন্ত ১৯৫ রানেই থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন লাবুশেন। ৩৮ রান করেন ট্রাভিস। ৩০ রান করেন ম্যাথু ওয়েড। বাকিরা কেউ জ্বলে উঠতে পারেননি।

বল হাতে ৫৬ রান দিয়ে সর্বোচ্চ চার উইকেট নেন বুমরাহ। ৩৫ রানের খরচায় তিনটি উইকেট নেন অশ্বিন। টেস্ট অভিষেক হওয়া সিরাজ নেন দুটি উইকেট। বাকি একটি নেন জাদেজা।

এর আগে সিরিজের প্রথম ম্যাচে ভারতকে আট উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে অস্ট্রেলিয়া। বড় জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে টিম পেইনের দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here