Home Health বছর বছর নেওয়া লাগতে পারে করোনা টিকা, বলছেন ফাইজার সিইও

বছর বছর নেওয়া লাগতে পারে করোনা টিকা, বলছেন ফাইজার সিইও

ফার্মা জায়ান্ট ফাইজার-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং চেয়ারম্যান অ্যালবার্ট বৌরলা বলেছেন, মহামারি কাটিয়ে জনজীবন স্বাভাবিক হতে এক বছর সময় লাগতে পারে এবং প্রতি বছর কোভিড টিকা নেওয়া প্রয়োজন হতে পারে। রবিবার তিনি মার্কিন সংবাদমাধ্যম এবিসি’র দিজ উইক অনু্ষ্ঠানে এসব কথা জানান।

অ্যালবার্ট বৌরলা বলেন, আমি মনে করি এক বছরের মধ্যে জীবন স্বাভাবিকতায় ফিরবে। স্বাভাবিক জীবনেও সতর্কতা বজায় রাখতে হবে। নতুন ভ্যারিয়েন্ট আসবে না বলে আমি মনে করি না। আমি মনে করি না টিকা ছাড়া আমরা জীবন যাপন করতে পারব।    

আরেক টিকা উৎপাদনকারী মডার্নার সিইও স্টেফানে ব্যানসেলও বলেছেন, জীবনযাত্রা স্বাভাবিক হতে এক বছর লাগতে পারে বলে আমি মনে করি।

ফাইজার সিইও মনে করেন, জীবন স্বাভাবিক রাখতে হয়ত প্রতি বছর করোনাভাইরাসে টিকা নেওয়া প্রয়োজন হতে পারে। তিনি বলেন, আমার কাছে পরিস্থিতিটা এমনই। কারণ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং নতুন নতুন ভ্যারিয়েন্টের উদ্ভব হতে পারে। এছাড়া আমাদের টিকাগুলোর সুরক্ষা অন্তত এক বছর টিকছে। আমি মনে করি পরিস্থিতি এমন হতে পারে যে, আমাদের প্রতি বছর টিকা নেওয়া লাগতে পারে। কিন্তু এমনটি ঘটবে কিনা তা আমরা জানি না। আমাদের অপেক্ষা এবং তথ্য পর্যালোচনা করা প্রয়োজন।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ সিডিসি উচ্চ ঝুঁকিতে থাকা মানুষদের জন্য ফাইজার-বায়োএনটেকের উদ্ভাবিত টিকা বুস্টার ডোজ হিসেবে প্রয়োগের অনুমতি দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বুস্টার ডোজের বিপক্ষে অবস্থান নিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here