Home Bangladesh বিএনপি নেতা শামা ওবায়েদ করোনা আক্রান্ত

বিএনপি নেতা শামা ওবায়েদ করোনা আক্রান্ত

96
0

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির আজ সোমবার বলেন, গত শনিবার সন্ধ্যায় শামা ওবায়েদের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এরপর থেকে তিনি ঢাকার বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এ ছাড়া, বিএনপির সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল করোনায় আক্রান্ত হয়েছেন। গত শনিবার নমুনা পরীক্ষায় জহির উদ্দিন স্বপনের করোনা পজিটিভ ধরা পড়ে।

এদিকে, গতকাল রোববার রাতে নিজের ফেসবুক আইডি থেকে পোস্ট দিয়ে করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন আবদুল কাদির ভূঁইয়া জুয়েল। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here