Home Bangladesh বিশ্বে পাসপোর্টের মান নির্ধারণী সূচকের অষ্টম স্থানে অস্ট্রেলিয়া, শীর্ষে জাপান ও সিঙ্গাপুর

বিশ্বে পাসপোর্টের মান নির্ধারণী সূচকের অষ্টম স্থানে অস্ট্রেলিয়া, শীর্ষে জাপান ও সিঙ্গাপুর

বিশ্বের প্রভাবশালী পাসপোর্টের সূচকে কানাডার সাথে যৌথভাবে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া, ওশেনিয়া অঞ্চলের নিউজিল্যান্ড, ইউরোপের বেলজিয়াম এবং সুইটজারল্যান্ড রয়েছে যৌথভাবে আছে ষষ্ঠ স্থানে।

গত সপ্তাহে বিশ্বে পাসপোর্টের মান নির্ধারণকারী সূচক হেনলি পাসপোর্ট ইনডেক্স-২০২১ প্রকাশিত হয়। কোন দেশের পাসপোর্টে কতটি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায় তার ওপর ভিত্তি করে এই সূচক নির্ধারণ করা হয়।

প্রকাশিত সূচকে দেখা যায়, ভিসা ছাড়া অস্ট্রেলিয়ান পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের ১৮৪টি দেশ ভ্রমণ করা সম্ভব, নিউজিল্যান্ডের নাগরিকরা ভ্রমণ করতে পারে ১৮৬টি দেশ।

তালিকার শীর্ষে থাকা জাপান ও সিঙ্গাপুরের নাগরিকদের ১৯২টি দেশে ভ্রমণের সুযোগ আছে। এছাড়া জার্মানী ও সাউথ কোরিয়া আছে দ্বিতীয় অবস্থানে।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সপ্তম স্থানে, চীন ও সৌদি আরব ৭২তম স্থানে।

বাংলাদেশ ও দক্ষিণ এশিয়া

১০৮তম স্থানে আছে বাংলাদেশের পাসপোর্ট। ভিসা ছাড়া বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের ৪০টি দেশ ভ্রমণ করা যাবে।

এছাড়া সূচকে ভারত আছে ৯০তম স্থানে, ভিসা ছাড়া তাদের নাগরিকরা ভ্রমণ করতে পারবে ৫৮টি দেশ। তালিকায় ১১৩তম স্থানে আছে পাকিস্তান, ভিসা ছাড়া তাদের ভ্রমণের সুযোগ আছে ৩১ দেশ।

সূচকে দক্ষিণ এশিয়ার অন্যদেশগুলোর মধ্যে মালদ্বীপ ৬৬, ভুটান ৯৬, শ্রীলংকা ১০৭, নেপাল ১১০তম স্থানে।

সূচকের শেষে রয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানের পাসপোর্ট, ১১৬তম অবস্থান নিয়ে আফগান পাসপোর্টে ভিসা ছাড়া ২৬টি দেশে ভ্রমণ করতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here