Home International ভারতে দৈনিক আক্রান্তের নতুন রেকর্ড

ভারতে দৈনিক আক্রান্তের নতুন রেকর্ড

115
0

ভারতে করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা ৮৩ হাজার ৮৮৩ জন। দেশটিতে এখন পর্যন্ত মোটা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ লাখ ৫৩ হাজার ৪০৬ জন। কোভিড অ্যাকটিভ রোগীর সংখ্যাও বেড়েছে। আজকের হিসেবে ৮ লাখের বেশি। ভাইরাস সংক্রমণে গত ২৪ ঘণ্টায় মৃত্যুও হয়েছে হাজারের বেশি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ভারতে এফেক্টিভ রিপ্রোডাকশন নম্বর তথা ‘আর নম্বর’ ফের বেড়েছে। সোমবার আর নম্বর ছিল ১.০৬ পয়েন্টে। বুধবারের পর থেকে বেড়ে হয়েছে ১.০৮। আর নম্বর বাড়লে সংক্রমণ ছড়িয়ে পড়ার হারও বাড়বে। কোভিড পজিটিভিটি রেটও বেড়েছে দেশে। সোমবার ছিল ৮.০২ শতাংশ, বুধবারের পর থেকে ফের বেড়ে হয়েছে ৮.০৪ শতাংশ।

সংক্রমণের হার বাড়লেও মৃত্যুহার কমেছে ভারতে। ভারতে কোভিড মৃত্যু হার ১.৭৫%। অন্যদিকে সুস্থতার হারও বেশি প্রায় ৭৭.০৯%। ভারতে এখন করোনা জয়ীদের সংখ্যা ২৯ লাখ ৭০ হাজার ৪৯২ জন।

কোভিড টেস্ট আরও বেড়েছে দেশে। আইসিএমআরের হিসেবে এখনও অবধি সাড়ে চার কোটির বেশি কোভিড টেস্ট হয়েছে। নমুনা পরীক্ষা হয়েছে মোট ৪ কোটি ৫৫ লাখ ০৯ হাজার ৩৮০টি। প্রতিদিন প্রায় দশ লাখের কাছাকাছি কোভিড টেস্ট হচ্ছে। বৃহস্পতিবার করোনা পরীক্ষা হয়েছে ১১ লাখের বেশি। আইসিএমআরের হিসাবে, ১১ লাখ ৭২ হাজার ১৭৯, যা এখনও অবধি সর্বাধিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here