Home Bangladesh ময়মনসিংহে উপকেন্দ্রে অগ্নিকাণ্ড, চার জেলা বিদ্যুৎ ব্যহত

ময়মনসিংহে উপকেন্দ্রে অগ্নিকাণ্ড, চার জেলা বিদ্যুৎ ব্যহত

54
0

ময়মনসিংহ শহরের কেওয়াটখালীতে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের পর বিভাগের চার জেলায় বিদ্যুৎ সরবরাহ ব্যহত হয়েছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পক্ষ থেকে জানানো হয়েছে।

কেওয়াটখালী ১৩২/৩৩ গ্রিড উপকেন্দ্রের ফোরম্যান নুরুল ইসলাম বিকেলে গণমাধ্যমকে বলেন, ‘আজ মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। দুপুর প্রায় ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর থেকে চার জেলা ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুরের বেশির ভাগ গ্রাহক বিদ্যুৎহীন হয়ে পড়ে।’

পিডিবির প্রকৌশলী ওবায়দুল ইসলাম বিকেল পৌনে ৬টার দিকে এনটিভি অনলাইনকে বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আসার পর ধীরে বিদ্যুৎ সরবরাহ শুরু করে বিদ্যুৎ বিভাগ। এখন পর্যন্ত ময়মনসিংহ শহর ছাড়া চার জেলার বেশির ভাগ জায়গাতেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে গেছে।’

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ময়মনসিংহ বিভাগের উপপরিচালক আবুল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় আরো পাঁচটি ইউনিট প্রস্তত রাখা হয়। তবে দুটি ইউনিটই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here