Home International যুক্তরাষ্ট্রে আগাম ভোট, ১০ ঘণ্টা দাঁড়িয়ে থেকেও ভোট প্রদান

যুক্তরাষ্ট্রে আগাম ভোট, ১০ ঘণ্টা দাঁড়িয়ে থেকেও ভোট প্রদান

67
0

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে শুরু হওয়া আগাম ভোটে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ করা গেছে। ভোটারদের ব্যাপক সাড়া পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। তবে স্থানীয় সময় সোমবার সকালে ভোটিং মেশিনে ত্রুটির কারণে ভোটারদের বিড়ম্বনার খবরও পাওয়া গেছে।

মহামারি করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে ব্যাপক মৃত্যুর মধ্যেও ভোটকেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি সবাইকে অবাক করে দিয়েছে। বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সশরীরে ভোটগ্রহণ শুরু হয়েছে আগেই। এ ছাড়া ডাকযোগেও আগাম ভোট চলছে যুক্তরাষ্ট্রে।

এনবিসি নিউজ জানায়, অঙ্গরাজ্যের ম্যারিয়াটার কোব কাউন্টির প্রধান ভোটকেন্দ্রে এভারলিন রুদারফোর্ড নামের এক ভোটার ৯ ঘণ্টা ৩৯ মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর সন্ধ্যা ৭টা ৪৩ মিনিটে ভোট দিতে সক্ষম হন। সারা দিনে তিনি সেখানকার ভোটারদের দীর্ঘ সারির ছবি ও ভিডিও টুইটারে পোস্ট করতে থাকেন।

এদিকে, আটলান্টা হাই মিউজিয়াম অব আর্ট ভোটকেন্দ্রে দুই ঘণ্টার বেশি সময় লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দিতে পেরেছেন ৩১ বছর বয়সী ক্যাথলিন ক্যাম্পবেল। পাঁচ ঘণ্টার বেশি সময় ধরে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন এমনটিও জানিয়েছেন অনেকেই।

এ ছাড়া আটলান্টা শহরের স্টেট ফার্ম অ্যারেনা ভোটকেন্দ্রে ভোটিং মেশিনে ত্রুটি দেখা দেয়। এতে সেখানে ভোটগ্রহণ সাময়িক বাধাগ্রস্ত হয়।

সামাজিক দূরত্ব মানতে ভোটকক্ষে এবং ভোটকেন্দ্রের আঙিনায় বেশি জায়গার প্রয়োজন হচ্ছে বলে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান কোব কাউন্টির নির্বাচন ও রেজিস্ট্রেশন কর্মকর্তা জেনিন ইভেলার।

জর্জিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ব্র্যাড র‍্যাফেনস্পার্জারের কার্যালয় এনবিসিকে জানায়, আসন্ন নির্বাচন নিয়ে জনগণের মধ্যে উচ্ছ্বাসের কারণেই আগাম ভোটে এত ভোটারের উপস্থিতি দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here