Home International রেস্তোরাঁয় ‘কোভিড কারি’ ও ‘মাস্ক নান’

রেস্তোরাঁয় ‘কোভিড কারি’ ও ‘মাস্ক নান’

52
0

করোনাভাইরাসের সংক্রমণের কারণে অনেকেই রেস্তোরাঁয় বসে খেতে চান না। ক্রেতাদের ফিরিয়ে আনতে ভারতের রাজস্থান রাজ্যের একটি রেস্তোরাঁয় নতুন ব্যবস্থা দেখা গেছে। রেস্তোরাঁটিতে ক্রেতাদের জন্য বিশেষ দুটি খাবার চালু করা হয়েছে। একটির নাম ‘কোভিড কারি’ ও আরেকটির নাম ‘মাস্ক নানস’।

রাজস্থানের যোধপুরের নিরামিষভোজী ওই রেস্তোরাঁর মালিক ইয়াশ সোলাঙ্কি এএফপিকে বলেন, ‘করোনার সংক্রমণের এই সময় আমাদের রেস্তোরাঁ ব্যবসার জন্য খুবই কঠিন। ক্রেতাদের আকৃষ্ট করতে তাই সবজির ভাজা গোলাকার চপগুলো করোনাভাইরাসের আকৃতি দেওয়া হয়েছে। নানরুটিগুলো সার্জিক্যাল মাস্কের আকারে বানানো হয়েছে।’

সোলাঙ্কি আরও বলেন, তাঁদের কোভিড কারিতে বিশেষ ভেষজ ও মসলা যুক্ত করা হয়েছে। এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ভালো।

সোলাঙ্কি আরও বলেন, করোনাভাইরাসের কারণে কড়াকড়ি শিথিল করা হলেও মানুষের মধ্যে ভয় রয়েছে। মানুষ বাইরে খেতে যেতে ভয় পায়।

এএফপির তথ্য অনুসারে, ভারতে এক দিনে গড়ে ৫০ হাজার মানুষ করোনাভাইরাসে সংক্রমিত হচ্ছে। মারা যাচ্ছে প্রায় ৮০০ মানুষ।

ভারতে ১৮ লাখ মানুষ করোনা সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে। করোনার সংক্রমণের দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর ভারত তৃতীয় স্থানে রয়েছে। দেশটিতে এ পর্যন্ত ৩৪ হাজারের বেশি মানুষ মারা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here