Home International সমর্থকদের চমকে দিতে হাসপাতাল থেকে বেরিয়ে পড়লেন ট্রাম্প

সমর্থকদের চমকে দিতে হাসপাতাল থেকে বেরিয়ে পড়লেন ট্রাম্প

72
0

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের চমকে দিয়েছেন। তার অসুস্থতার কথা শুনে যেসব কর্মী-সমর্থকরা ওয়াশিংটনের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারের সামনে জড়ো হয়েছিলেন গাড়িবহর নিয়ে তাদের দেখা দিয়েছেন ট্রাম্প। এরপরই তিনি আবার হাসপাতালে ফিরে যান। তবে এ ঘটনায় সমালোচনার মুখেও পড়েছেন ডোনাল্ড ট্রাম্প। সমালোচকরা বিষয়টিকে ‘বিপদজনক রাজনৈতিক স্ট্যান্ট’ হিসেবে মন্তব্য করেছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর খবরে বলা হয়েছে, কালো রংয়ের মাস্ক পরিহিত ট্রাম্প একটি গাড়ির পেছনে বসেছিলেন। এ সময় তার গাড়িবহর ওই এলাকা চক্কর দেয় এবং গাড়ির পেছনে বসা ট্রাম্প সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন।

গাড়িবহর নিয়ে বের হওয়ার কিছু সময় আগেই সমর্থকদের চমকে দেওয়ার বিষয়ে একটি টুইট করেন ট্রাম্প। তাতে তিনি সমর্থকদের দেশপ্রেমিক ও বাইরে বের হওয়া চমকে দেওয়া বলে উল্লেখ করেন।

হোয়াইট হাউজের মুখপাত্র জুড ডেরি এক বিবৃতিতে জানান, সমর্থকদের চমকে দিতে প্রেসিডেন্ট ট্রাম্প হাসপাতাল ছেড়ে কিছু সময়ের জন্য বের হন। দ্রুতই তিনি ওয়াল্টার রিডের প্রেসিডেন্সিয়াল স্যুইটে ফেরেন। চিকিৎসকদের অনুমতি ও যথাযথ পদক্ষেপ নিয়েই ট্রাম্প হাসপাতাল থেকে বের হন বলেও জানান মুখপাত্র।

ট্রাম্পের এমন পদক্ষেপের সমালোচনা করেছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট চেয়ারম্যান হাকিম জেফরিজ। তিনি টুইটারে লিখেছেন, ২ লাখের বেশি আমেরিকান মৃত। আমাদের নেতৃত্ব দরকার। ছবির পোজ নয়।

এর আগে রবিবার ট্রাম্পের চিকিৎসক দল জানায়, প্রেসিডেন্টের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাকে সোমবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। শুক্রবার থেকে ট্রাম্পের জ্বর নেই এবং পাঁচদিনের কোর্সের রেমডিসিভিরের দ্বিতীয় ডোজ দেওয়ার পর তার যকৃত ও কিডনি স্বাভাবিক কাজ করছে।

চিকিৎসক ব্রায়ান গারিবাল্ডি জানান, অক্সিজেনের মাত্রা কমে যাওয়াতে ট্রাম্পকে ডেক্সামেথাসোন ওষুধ দেওয়া হয়েছে। গতকাল তিনি প্রথম ডোজ গ্রহণ করেছেন। আপাতত এই ওষুধ চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে আমাদের।

এর আগে শনিবার রাতে হাসপাতাল থেকে দেওয়া চার মিনিটের এক ভিডিও বার্তায় ট্রাম্প জানিয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় তিনি ভালো আছেন। তবে একইসঙ্গে তিনি বলেছেন যে আগামী কয়েকদিন হবে তার জন্য ‘সত্যিকারের পরীক্ষা’। ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ভালো আছেন বলেও উল্লেখ করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here