Home Entertainment হনলুলুতে জয়ার সিনেমা

হনলুলুতে জয়ার সিনেমা

108
0

বিশ্বখ্যাত হাওয়াই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৪০তম আসরের জন্য নির্বাচিত হয়েছে জয়া আহসান অভিনীত কলকাতার সিনেমা ‘বিনি সুতোয়’ (উইদাউট স্ট্রিংস)। আয়োজনে একমাত্র ভারতীয় সিনেমা হিসেবে চলচ্চিত্রটি ‘স্পটলাইট অন ইন্ডিয়া’ বিভাগে মনোনীত হয়েছে।

এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশের জনপ্রিয় এই অভিনেত্রী।

উৎসবের ওয়েবসাইট থেকে জানা গেছে, এবারের হাওয়াই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি শুরু হবে ৫ নভেম্বর আর শেষ হবে ২৯ নভেম্বর। চলচ্চিত্র উৎসবের এ আসর বসবে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জের হনলুলুতে।

অতনু ঘোষের পরিচালনায় ‘বিনি সুতোয়’ সিনেমায় জয়ার বিপরীতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী। এ ছাড়া অভিনয় করেছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায় প্রমুখ। সিনেমাটিতে শুধু অভিনয় নয়, গানেও কণ্ঠ দিয়েছেন জয়া আহসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here