Home International হাইতির প্রেসিডেন্ট হত্যায় মাস্টারমাইন্ড গ্রেফতার

হাইতির প্রেসিডেন্ট হত্যায় মাস্টারমাইন্ড গ্রেফতার

হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসিকে হত্যার পেছেনে এক সন্দেহভাজন মাস্টরমাইন্ডকে গ্রেফতার করেছে পুলিশ। সন্দেহভাজন হাইতির নাগরিক হলেও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাস করতো। প্রেসিডেন্টকে খুনের ঘটনায় এ পর্যন্ত ২৬ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

ক্যারিবীয় দেশ হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মোইসি গত বুধবার রাতে নিজ বাড়িতে খুন হন। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ক্লদে জোসেফ জানান, গত বুধবার ভোর রাতে একদল ঘাতক প্রেসিডেন্টের বেসরকারি বাসভবনে গুলি করে হত্যা করে। হামলায় গুরুতর আহত ফার্স্টলেডিকে হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার হাইতির জাতীয় পুলিশ প্রধান লিওন চার্লস এক সাংবাদ সম্মেলনে বলেন, ৬৩ বছর বয়সী খ্রিস্টান এমানুয়েল স্যানন হাইতি প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব নিতে চেয়েছিলেন। তার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানায়নি পুলিশ।

পুলিশ প্রধান আরও জানান, ‘অভিযুক্তের বাড়িতে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ)-এর লোগে সম্বলিত টুপি, বুলেটের ২০টি বাক্স, চারটি অটোমোবাইল লাইসেন্স, দুইটি গাড়িসহ আরও বেশ কিছু জিনিস উদ্ধার হয়েছে’।

এর আগে যুক্তরাষ্ট্রে নিযুক্ত হাইতির রাষ্ট্রদূত বুকচিত এডমোন সন্দেহ করেন, প্রেসিডেন্ট মোইসিকে হত্যায় বন্দুকধারীরা মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থা ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ)-এর ভুয়া এজেন্ট পরিচয় দিয়ে প্রেসিডেন্টের বাড়িতে প্রবেশ করে। এবার সে গ্রেফতার হওয়ায় সন্দেহে কিছুটা প্রমাণ মিলেছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here