Home International ৫ লাখ ছাড়ালো ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা

৫ লাখ ছাড়ালো ব্রাজিলে করোনায় মৃতের সংখ্যা

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্রের পর এই সংখ্যা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন টিকাদানের ধীর গতি এবং শীত শুরু হতে যাওয়ায় দেশটিতে সংক্রমণ পরিস্থিতি আরও খারাপ হতে পারে। প্রেসিডেন্ট জইর বলসোনারো সামাজিক দূরত্বের মতো বিধিনিষেধ পালনে অনীহা জানাতে থাকার মধ্যেই দেশটিতে সংক্রমণ বাড়ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ব্রাজিলের ফিয়োকরাজ হেলথ ইনস্টিটিউট জানিয়েছে দেশটির পরিস্থিতি গুরুতর। দেশটির মাত্র ১১ শতাংশ প্রাপ্তবয়স্ক টিকা গ্রহণ করেছেন। করোনাভাইরাস মহামারি মোকাবিলায় যথাযথ ব্যবস্থা না নেওয়ায় কঠোর সমালোচিত হয়েছেন প্রেসিডেন্ট জইর বলসোনারো। শনিবার সরকারবিরোধী বিক্ষোভে যোগ দিয়েছে দেশটির লাখ লাখ মানুষ।

বিগত এক সপ্তাহ ধরে ব্রাজিলে প্রতিদিন গড়ে ৭০ হাজার নতুন শনাক্ত এবং দুই হাজার মৃত্যু নথিভুক্ত হয়েছে। নতুন আক্রান্ত ও মৃতদের বেশিরভাগেরই বয়স ২০ থেকে ৫৯ বছর। ফিয়োরকাজ সতর্ক করে দিয়ে বলেছে, আগামী সপ্তাহ ধরে দক্ষিণ গোলার্ধে শীতের শুরু হলে আরও বেশি সংক্রমণ হতে পারে।

সংক্রমণ বাড়ার ঝুঁকি সত্ত্বেও ব্রাজিলের বেশিরভাগ গভর্নর ও মেয়র সংক্রমণ ঠেকানোর বিধিনিষেধ শিথিল করে দিয়েছেন। অনেক শহরেই রেস্টুরেন্ট, বার এবং দোকানপাট খুলে দেওয়া হয়েছে। সড়কে মাস্ক পরা ছাড়াই কিংবা সামাজিক দূরত্ব পালন না করা অনেককেই দেখা যাচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here