কুমিল্লার আদর্শ সদরে রাস্তায় লাশ রেখে রাস্তা সম্প্রসারণের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
শনিবার (২৯ জুন) উপজেলার সংরাইশ পশ্চিমপাড়া এলাকার আদর্শ গলিতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে আদর্শ গলিতে আইয়ুব আলী নামের এক ব্যক্তির স্ত্রী মনোয়ারা বেগমের মৃত্যু হয়। পরে লাশের খাটিয়া নিয়ে বের হতে পারছিলেন না এলাকাবাসী। একপর্যায়ে তারা লাশ খাটিয়া থেকে আলাদা করে নিয়ে বের হন। এ সময় সড়কে লাশ রেখেই রাস্তা সম্প্রসারণের দাবিতে বিক্ষোভ করেন তারা।
এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, সংরাইশ পশ্চিমপাড়ার সাবেক রহিম ডাক্তার গলি ও বর্তমান আদর্শ সদর গলিতে প্রায় দেড়শ’ থেকে দুইশ’ পরিবার বসবাস করে। কিন্তু রাস্তার অভাবে তারা অনেক দুর্বিষহ জীবনযাপন করছে। এই গলির রাস্তা এতোই সরু যে, এখানে একজন অসুস্থ ব্যক্তিকেও আনা নেওয়া করা কষ্টকর। যে নারী মারা গেছেন তার লাশ আনার জন্য এলাকাবাসী কোনো খাটিয়া নিতে পারেনি। আমরা এই দুর্বিষহ জীবন থেকে পরিত্রাণ চাই।
স্থানীয় বাসিন্দা ডা. জুয়েল বলেন, এক বস্তা চাল নিয়ে যেতে পারি না এই রাস্তা দিয়ে। আমরা এই সমস্যা থেকে পরিত্রাণ চাই। আমরা এর আগে এক ফিট রাস্তা চাইলে, তারা আমাদের দেয়নি। তিরস্কার করেছে নানাভাবে। আমাদেরকে একটু রাস্তা সম্প্রসারণ করে এই কষ্ট থেকে বাঁচানোর অনুরোধ করছি।
স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাবুল বলেন, আমরা জায়গার মালিকদের সঙ্গে কথা বলব। তাদের রাস্তা সম্প্রসারণের জন্য অনুরোধ করব। খুব দ্রুতই যাতে এই সমস্যার সমাধান হয় সে ব্যবস্থা করবো।
এদিকে ওই জমির মালিকদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।