Home Bangladesh রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রিতে নিষেধাজ্ঞা

রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রিতে নিষেধাজ্ঞা

108
0

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করতে নিষেধাজ্ঞা দিয়েছেন কুমিল্লা ঔষধ প্রশাসনের তত্ত্বাবধায়ক মো. শাহ জালাল ভূইয়া।

মঙ্গলবার (২ জুলাই) বিকেলে কুমিল্লা ঔষধ প্রশাসনের আয়োজনে ব্রাহ্মণপাড়া উপজেলার সদর বাজারে ওষুধ ও কসমেটিকস আইন ২০২৩ অনুসারে নকল, ভেজাল, আনরেজিস্টার্ড ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ, রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় প্রতিরোধে এবং এ সংক্রান্ত শাস্তির বিধান বিষয়ে অবহিতকররণ ও জনসচেতনতামূলক সভায় এ নিষেধাজ্ঞা দেন তিনি।

মো. শাহ জালাল ভূইয়া বলেন, ওষুধ ও কসমেটিক আইন অনুসারে নকল ও ভেজাল ওষুধ, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি শাস্তিযোগ্য অপরাধ। কোনোভাবেই রেজিস্টার্ড চিকিসকের প্রেসক্রিপশন ব্যতীত অ্যান্টিবায়োটিক বিক্রি করা যাবে না। এসব বিষয়ে শাস্তির বিধান রয়েছে।তিনি বলেন, নিয়ম মেনে অ্যান্টিবায়োটিক সেবনের বিষয়ে ওষুধ কিনতে আসা সাধারণ রোগীদের সচেতন করে তুলতে হবে। রোগীদের সচেতন করে তুলতে প্রতিটি কেমিস্টকে এ দায়িত্ব পালন করতে হবে। ঔষধ অধিদপ্তরের আওতায় নেই এমন মানহীন ওষুধ বিক্রি করা যাবে না।

জনসচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. মোরশেদ আলম ভূইয়া। সভা পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুল আলীম খান ও ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মো. শাহজাহান ভুইয়া।

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, পারভেজ আলম ভূইয়া, মো. আবদুল আলীম, ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, উজ্জ্বল চন্দ্র রায়, বিল্লাল হোসেন, সফি উল্লাহ সেলিম, হারুন অর রশিদ, এম এ হাসেম, আবু ইউসুফ, কামরুল হাসান, আহসান পারভেজ, মো. সাইফুল ইসলাম, সাব্বির হোসেন, মো. মেহেদী, সোহেল মিয়া, মো. একরাম, আল আমিন, অলি উল্লাহ, আজহারুল ইসলাম, মো. সফিকুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here