মৌলভীবাজারের জুড়ীতে মঙ্গলবার শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। তবে এ উপজেলায় দ্বিতীয় দফা বন্যাকবলিত হওয়ায় সকালে শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে চরম দুর্ভোগে পড়েন। এ সময় শিক্ষার্থীদের জামা কাপড় ভিজিয়ে হাঁটু পানি মাড়িয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হয়। বন্যার পানিতে দুর্ভোগে পড়ে অভিভাবক ও শিক্ষার্থীরা। তারা ক্ষোভ প্রকাশ করে পরীক্ষা পেছানোর দাবি জানান।
জানা যায়, সারা দেশে ৩০ জুন এইচএসসি পরীক্ষা শুরু হলেও বন্যার কারণে সিলেট বিভাগের পরীক্ষা পেছানো হয়। মঙ্গলবার (৯ জুলাই) আইসিটি পরীক্ষার মাধ্যমে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের এইচএসসি পরীক্ষায় জুড়ী উপজেলার ৪টি কলেজ থেকে মোট ১২৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
জুড়ী উপজেলা দ্বিতীয় দফা বন্যাকবলিত হওয়ায় তৈয়ুবুন্নেছা খানম সরকারি কলেজ কেন্দ্রের সামনের জুড়ী টু লাঠিটিলা আঞ্চলিক মহাসড়কে পানি থাকায় শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েছেন। সকালে কেন্দ্রে পৌঁছাতে শিক্ষার্থীরা বন্যার পানিতে ভিজে পৌঁছাতে হয়। উপজেলার ৪টি কলেজের মধ্যে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ থেকে ৮১৯ জন, হাজি আফতাব উদ্দিন আমিনা খাতুন কলেজ থেকে ১৬৬ জন, ফুলতলা শাহ্ নিমাত্রা কলেজ থেকে ১৮৬ জন এবং শিলুয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ৬২ জন পরীক্ষার্থীসহ মোট ১২৩৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন ইউএনও লুসিকান্ত হাজং, সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার জানান, উপজেলায় বন্যা থাকায় তৈয়ুবুন্নেছা খানম সরকারি কলেজের ভেন্যু সেন্টার মক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ে বন্যার পানি থাকায় সেটিকে পরিবর্তন করে সরকারি কলেজের পুরাতন ভবনে নেওয়া হয়েছে।
সড়কে বন্যার পানি থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগে কথা স্বীকার করে এ কর্মকর্তা জানান, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে নিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।