Home Tech ফেসবুক-ইনস্টাগ্রামে ইহুদিবিরোধী পোস্ট নিয়ে মেটার নতুন সিদ্ধান্ত

ফেসবুক-ইনস্টাগ্রামে ইহুদিবিরোধী পোস্ট নিয়ে মেটার নতুন সিদ্ধান্ত

85
0

ফেসবুক-ইনস্টাগ্রামে ইহুদিবিরোধী বিষয়ে মেটা নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইহুদিরা পৃথিবী নিয়ন্ত্রণ করছে, পৃথিবীর গণমাধ্যম পরিচালনা করছে এবং ইহুদিদের অসম্মান করে নেতিবাচক এ রকম সম্পর্কিত পোস্ট সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রাম। মেটার নীতিতে নতুন এই বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুলাই) মেটা জানিয়েছে, যেসব পোস্টের মাধ্যমে ইহুদিদের আখ্যা দেওয়া হবে জায়নিস্ট বলে এবং তাদের ক্ষতির চেষ্টা করা হবে সেগুলো সরিয়ে দেওয়া হবে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে উঠে আসে এই তথ্য।

মেটা জানিয়েছে তাদের এক ব্লগ পোস্টে, ইহুদিদের মানবতার বিরুদ্ধে বলে আখ্যা দেওয়া, তাদের অসম্মান করার আহ্বান, ইহুদিদের অস্তিত্বের বিষয়ে অস্বীকার করা সম্পর্কিত পোস্ট সরিয়ে দেওয়া হবে। ঘৃণা ছড়ানোর ক্ষেত্রে মেটার যে নীতি রয়েছে সেই বিষয়গুলো অনুসরণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখানে ‍উল্লেখ্য যে, চলতি মাসের শুরুর ‍দিকে মেটা তার ঘৃণা ছড়ানোর নীতির ক্ষেত্রে আরবি শব্দ ‘শহীদ’ এর অন্তর্ভুক্ত নিয়ে আলোচনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here