ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রোববার (১৪ জুলাই) রাতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় তারা কোটাবিরোধী স্লোগান দেন। তবে কোটা সংস্কারের দাবিতে রোববার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো কর্মসূচি ছিল না বলে দাবি করেছেন এর সমন্বয়ক নাহিদ ইসলাম।
সোমবার (১৫ জুলাই) দুপুরে তিনি এমন দাবি করেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা কিন্তু আগে নিজেদের রাজাকার বলেনি। যখন আমাদেরকে বিদ্রূপ করা হয়েছে, তারপর রাজাকার বলে স্লোগান দেয়া হয়েছে।
নাহিদ বলেন, রোববার রাতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই নেমে এসেছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কোনো কর্মসূচি ছিল না। শিক্ষার্থীরা চাওয়ায় আমরা তাদের নিরাপত্তার জন্য তাদের সঙ্গে যুক্ত হয়েছিলাম।
নাহিদ আরও বলেন, এখনকার স্লোগান হলো ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, ‘তুমি নই আমি নই, রাজাকার রাজাকার’।
তিনি আরও বলেন, লাখো শহীদের রক্তে কেনা, দেশটা কারও বাপের না। সংসদে আইন করে, বৈষম্য দূর করতে হবে।