Home Bangladesh প্রাণ ফিরে এসেছে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে

প্রাণ ফিরে এসেছে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে

99
0

প্রাণচাঞ্চল্য ফিরে পেল ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়ক। টানা কয়েকদিন বন্ধ থাকার পর ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে স্বাভাবিক গতিতে যান চলাচল করছে। এতে যাত্রী এবং চালকরা নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে সুবিধা পাচ্ছে।

শুক্রবার (২৬ জুলাই) সকাল থেকে কারফিউ শিথিল করায় টাঙ্গাইল বাস টার্মিনাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলার উদ্দেশে যাত্রীবাহী বাস ছেড়ে যাচ্ছে এবং মহাসড়কে স্বাভাবিক গতিতে যান চলাচল করছে। কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শহরের বিভিন্ন পয়েন্টে এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন জায়গায় পর্যাপ্ত পরিমাণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

এদিকে কারফিউ শিথিল থাকায় বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে বলে জানান বঙ্গবন্ধু সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল।

ব্যবসায়ী সোলাইমান বলেন, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারফিউ ছিল। ব্যবসায়ীরা দোকানপাট খুলেছিল। দু-একজন বন্ধ রাখলেও আজ অনেকে খুলেছে। আজ কারফিউ শিথিল রয়েছে রাত দশটা পর্যন্ত।

টাঙ্গাইলের পুলিশ সুপার মো. গোলাম সবুর জানান, শহরের বিভিন্ন পয়েন্ট থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে গেছে। এ ছাড়াও যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ টহল দিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here