ঠাকুরগাঁওয়ে ফিলিং স্টেশনগুলোতে ডিজেল, পেট্রোল ও অকটেনের তীব্র সংকট দেখা দিয়েছে। চলমান কারফিউয়ের কারণে গাড়ি চলাচলের বিঘ্ন ঘটায় এ সংকট সৃষ্টি হয়েছে বলে মনে করছেন গ্রাহকরা।
জেলার ৩৫টি ফিলিং স্টেশনে দুদিন ধরে জ্বালানি তেলের মজুত ফুরিয়ে গেছে বলে জানিয়েছেন পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি এনামুল হক। তিনি আরও বলেন, এ জেলায় দৈনিক ১ লাখ ২০ হাজার লিটার জ্বালানির প্রয়োজন। সেখানে একদম মজুত নেই। পার্বতীপুরে তেল না আসা পর্যন্ত সংকট দূর করা সম্ভব নয়।
সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের কৃষক বাবুলাল বলেন, দুই সপ্তাহ ধরে বৃষ্টিপাত হচ্ছে না। পানির অভাবে রোপা আমনের চারা রোপণ করা সম্ভব হচ্ছে না। এই সময় চলছে ডিজেলের সংকট। পাম্পগুলোতে ঘুরেও ডিজেল পাওয়া যাচ্ছে না।
জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম জানান, এ জেলায় বিদ্যুৎচালিত সেচ পাম্প ও দুটি সেচ প্রকল্পের মাধ্যমে আমনের চারা রোপণ চলছে।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান জানান, ব্যাংক-বিমা বন্ধ থাকায় টাকার অভাবে পার্বতীপুর থেকে জ্বালানির ফুয়েল আনা সম্ভব হয়নি।