Home Bangladesh চলমান পরিস্থিতি নিয়ে যা বললেন সমন্বয়ক নাহিদ

চলমান পরিস্থিতি নিয়ে যা বললেন সমন্বয়ক নাহিদ

258
0

দেশজুড়ে চলছে বৈষম্য বিরোধী আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলন চলছে। রোববার (৪ আগস্ট) পূর্বঘোষিত অসহযোগ আন্দোলন শুরু হওয়ার পর থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে সংঘর্ষ এবং হামলার খবর পাওয়া যাচ্ছে। এরকম অবস্থায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বার্তা দিয়েছেন। কালবেলার পাঠকদের জন্য সেই স্টাটাস হুবহু তুলে ধরা হলো-

‘আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীরা গতকাল থেকে উসকানি দিয়েছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে মিথ্যার প্রচার প্রোপাগান্ডা চালাইছে। দেশকে গৃহযুদ্ধের পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে।

আবারো পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করে আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করা হচ্ছে। তরুণ প্রজন্মকে দেশ রক্ষা করতে হবে। জনজীবনের নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থাপনা রক্ষা করার দায়িত্ব ছাত্র-নাগরিকদের। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে হবে৷

চলমান পরিস্থিতি নিয়ে যা বললেন সমন্বয়ক নাহিদ

২৪ ঘণ্টার মধ্যে হল খুলে দেওয়ার আলটিমেটাম

আপনারা ১ দফা দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যান। যেখানে হামলা হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলুন। বিজয়ের মাধ্যমেই আন্দোলনের সমাপ্তি হবে। সবাই নেমে আসুন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here