Home Bangladesh ধানমন্ডিতে আন্দোলকারী, পুলিশ-আ.লীগ মুখোমুখি 

ধানমন্ডিতে আন্দোলকারী, পুলিশ-আ.লীগ মুখোমুখি 

63
0

রাজধানীর ধানমণ্ডি সাত মসজিদ রোড এলাকায় আন্দোলনকারী, পুলিশ ও আওয়ামী লীগ মুখোমুখি অবস্থানে। পুলিশ ও আওয়ামী অবস্থান নিয়েছে পিলখানা বিজিবি গেট এলাকায়। আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে ধানমন্ডি পপুলার হাসপাতাল পার হয়ে ইয়োলোর সামনে।

রোববার (০৪ আগস্ট) বেলা ১২ টার পর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয় এলাকা থেকে একটি মিছিল সাইন্সল্যাবের উদ্দেশ্যে আসতে থাকে। এই সময় সাইন্সল্যাবে অবস্থান নেওয়া আন্দোলনকারীরা পপুলার হাসপাতাল পার হয়ে এসে মিছিলটিতে ধাওয়া দেয়। পিছু হটে মিছিলটি। এর পরে শুরু হয় সংঘর্ষ।

পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আন্দোলনকারীদের লক্ষ করে দুপুর একটা পর্যন্ত অন্তত ১৫ টি সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস ও ছড়রা গুলি ছোড়ে পুলিশ।

সংঘর্ষে আন্দোলনকারীদের অন্তত ৫ জনকে আহত অবস্থায় রিকশায় করে চিকিৎসার জন্য নিতে দেখা গেছে। এদের মধ্যে একজনের গলায় ছড়রা গুলির চিহ্ন দেখা গেছে।

সায়েন্স ল্যাব এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক দাবি করা ইমরান হোসেন ইমন তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে বলেন, আমাদের ওপর অতর্কিত হামলা করেছে আওয়ামী লীগ। পুলিশ গুলি ছুড়েছে। এই ফ্যাসিবাদি সরকার পদত্যাগ না করা পর্যন্ত আমরা রাস্তায় থাকব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here