Home Bangladesh শপথগ্রহণ ঘিরে বঙ্গভবনের আশপাশে নিরাপত্তার জোরদার

শপথগ্রহণ ঘিরে বঙ্গভবনের আশপাশে নিরাপত্তার জোরদার

102
0

অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এবং এর আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। বঙ্গবভনের ভেতরে এবং বাইরের সড়কেও রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা।

রাজধানীর রাজউক, অলিম্পিক ভবন, মাওলানা ভাসানী ইস্টেডিয়াম ও বঙ্গভবনের আশপাশের এলাকায় অতিরিক্ত সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে। এ ছাড়া সড়কের বিভিন্ন স্বেচ্ছাসেবী কাজ করছেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৮টায় বঙ্গভবনের দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

অন্তর্বর্তীকালীন সরকারে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ছাড়াও ১৫ জন উপদেষ্টা শপথ নেবেন বলে জানা গেছে।

এর আগে, বৃহস্পতিবার দুপুর ২টার পর দেশে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান তিন বাহিনী প্রধান, পুলিশের নবনিযুক্ত আইজিপিসহ বিভিন্ন বাহিনী প্রধান, সুশীল সমাজের প্রতিনিধি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং একই দিন দেশ ছেড়ে ভারতের চলে যান টানা চারবারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অন্তর্বর্তীকালীন সরকারে ডাক পাওয়া উপদেষ্টাদের জন্য ২১টি গাড়ি প্রস্তুত করা হয়েছে।

যারা ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারে শপথের আমন্ত্রণ পাবেন, তাদের বাসা থেকে বঙ্গভবনে নিয়ে যাওয়ার জন্য পাঠানো হবে এসব গাড়ি।

বঙ্গভবন থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাত ৮টায় বঙ্গভবনে নতুন সরকারের শপথ অনুষ্ঠান হবে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতি প্রথমে সরকারপ্রধানকে শপথ পাঠ করাবেন। এরপর পর্যায়ক্রমে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন। বঙ্গভবনে শপথ অনুষ্ঠান পরিচালনার প্রয়োজনীয় প্রস্তুতি শেষে হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here