সারাদেশে চলছে দুর্বৃত্তদের তাণ্ডব। বাদ যায়নি নাটোরের একমাত্র বিনোদনকেন্দ্র গুরুদাসপুর উপজেলা ‘আনন্দ সিনেপ্লেক্স’। হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। ভেঙে সব তছনছ করা হয়েছে। লুটপাট করা হয়েছে কম্পিউটার, প্রজেক্ট ও আসবাবপত্র। বৃহস্পতিবার (০৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে তাণ্ডব শুরু হয়ে চলে রাত ৯টা পর্যন্ত।
নাম প্রকাশে অনীহা প্রত্যক্ষদর্শী কালবেলাকে জানান, সন্ধ্যার পর থেকেই আনন্দ সিনেপ্লেক্সের চারপাশে কয়েকজনকে ঘুরতে দেখা যায়। ঠিক সন্ধ্যা ৭টার বাজতেই দেশীয় অস্ত্র নিয়ে তারা গেটের তালা ভেঙে ঢুকে পড়ে। তারপরই শুরু হয় তাণ্ডব। দুই ঘণ্টাব্যাপী চলে এই তাণ্ডব। পরে সেখান থেকে বের হয়ে আসে তারা। তাদের হাতে দেখা যায় কম্পিউটার ও প্রজেক্টর। নিয়ে যেতে দেখা যায় সুরক্ষিত দামি আসবাবপত্র। তবে এ সময় আনন্দ সিনেপ্লেক্সে কর্মরত কাউকে দেখা যায়নি।
স্থানীয় এলাকাবাসী জানান, এ ঘটনা খুবই দুঃখজনক। আমাদের এলাকার মাত্র সিনেমা হল ছিল এটি। ছবি দেখতে জেলার বিভিন্ন স্থান থেকে এখানে আসত লোকজন। সিনেমা হলকে কেন্দ্র করে এলাকার আশপাশের দোকানপাটে বেচাকেনা বেশি হতো। এটা এমনভাবে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে যে, এটা দাড় কারানো প্রায়ই কষ্টসাধ্য হবে মালিকের। কেননা বিনোদনকেন্দ্র এই সিনেমা হল চালাতে গিয়ে মালিক প্রায়ই নিঃস্ব হওয়ার পথে।
আনন্দ সিনেপ্লেক্সের মালিক মো. আনিসুর রহমান কালবেলাকে বলেন, আমি রাজনীতি করি না। আমার সঙ্গে কারও দ্বন্দ্ব নাই। তবে কেনো আমার এই আনন্দ সিনেপ্লেক্সে হামলা চালানো হলো। ভেতরে সকল কিছু ভেঙে তছনছ ও লুটপাট করা হলো। কী ছিল আমার অপরাধ। এ ঘটনায় ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা হবে। এ ক্ষতি আমি কীভাবে কাটিয়ে উঠব। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবগত করেছেন বলে জানান তিনি।