Home Bangladesh জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ড. মুহাম্মদ ইউনূসের শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ড. মুহাম্মদ ইউনূসের শ্রদ্ধা

72
0

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৩ জন উপদেষ্টা।

শুক্রবার (০৯ আগস্ট) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে তারা শ্রদ্ধা নিবেদন করেন।

ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে থাকা ১৩ উপদেষ্টারা হলেন, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান, ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক নায়েবে আমির আ ফ ম খালিদ হাসান, মানবাধিকার কর্মী এবং গবেষক ফরিদা আখতার, গ্রামীণ শিক্ষার ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের তিন দিনের মাথায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং ১৩ জন উপদেষ্টা গতকাল বৃহস্পতিবার রাতে শপথ গ্রহণ করেন। বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। সরকারি চাকরিতে কোটা প্রথা সংস্কারের দাবিতে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তার চূড়ান্ত পরিণতি ছিল কর্তৃত্ববাদী শাসনের অবসান। উদ্দীপ্ত তারুণ্যের সেই শক্তিকে ধারণ করে গঠিত হলো নতুন সরকার। স্বাধীনতার আকাঙ্ক্ষা পূরণে দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে অন্তর্বর্তীকালীন সরকার নবযাত্রার সূচনা করবে বলে আশা দেশের মানুষের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here