Home Bangladesh দাবির মুখে কুবি প্রক্টরিয়াল বডির পদত্যাগ

দাবির মুখে কুবি প্রক্টরিয়াল বডির পদত্যাগ

61
0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। শনিবার (১০ আগস্ট) রাত ১১ টায় তারা রেজিস্ট্রার বরাবর পদত্যাগ পত্র জমা দেন।

বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক বলেন, আমি পদত্যাগ পত্র পেয়েছি। তারা বর্তমান উদ্ভুদ্ধ পরিস্থিতির কথা উল্লেখ করে পদত্যাগ করেছেন।

এর আগে সন্ধায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ প্রক্টরিয়াল বডির পদত্যাগের দাবিতে সময় বেঁধে দিয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সমন্বয়করা। রাতের মধ্যে পদত্যাগ না করলে আগামীকাল উপাচার্যের বাসভবন ঘেরাও করার ঘোষণা দিয়েছিলেন তারা।

পদত্যাগের বিষয়ে প্রক্টর ড. কাজী ওমর সিদ্দিকী বলেন, বর্তমান উদ্ভুদ্ধ পরিস্থিতি বিবেচনায় আমরা পদত্যাগ করেছি। এ ছাড়া অন্য কিছু বলতে পারবো না। আমার আর মন্তব্য নেই।

সমন্বয়কদের আল্টিমেটাম দেওয়ার আগেই সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে পদত্যাগ করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here