Home Bangladesh বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ ঘোষণা

68
0

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ছাত্র-শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধের আদেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ঘোষণা দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের লিখিত দাবির পরিপ্রেক্ষিতে সিন্ডিকেটের ৮৫তম (বিশেষ) সভার সিদ্ধান্তে এ আদেশ কার্যকর করা হয়। শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ১১ আগস্ট থেকে সব শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী কোনো প্রকার রাজনৈতিক সংগঠন, পেশাজীবী সংগঠন বা কোনো প্রকার অঙ্গ/ছায়া সংগঠন, লেজুরবৃত্তিক প্যানেল/পরিষদ/সমিতির সঙ্গে জড়িত থাকতে পারবেন না। অর্থাৎ সব প্রকার রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হলো।

ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. তারিক হোসেন বলেন, ক্যাম্পাসে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রধান দুটি কাজ হচ্ছে গবেষণা করা এবং শিক্ষার্থীদের সুন্দরভাবে পাঠদান করানো। কিন্তু দলীয় লেজুড়বিত্তিক রাজনীতির কারণে দুটার কোনোটাই ভালোভাবে হয় না।

তিনি বলেন, শিক্ষকরা রাজনৈতিক নেতাদের তৈলমর্দন করতে ব্যস্ত থাকে। ফলে শিক্ষার্থীরা নানাভাবে হয়রানির শিকার হয়। আমরা চাই বিশ্ববিদ্যালয় হোক উন্মুক্ত জ্ঞান চর্চার জায়গা, যেখান থেকে বিশ্বমানের গবেষকরা বের হবে। ছাত্র-সংসদের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের অধিকার ফিরে পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here