Home Bangladesh পাকিস্তানে বাংলাদেশ দলকে ফুল দিয়ে বরণ

পাকিস্তানে বাংলাদেশ দলকে ফুল দিয়ে বরণ

113
0

দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য এই মাসের ১৭ তারিখ পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। তবে বাংলাদেশের মধ্যকার চলমান অস্থিরতায় পাকিস্তান ক্রিকেট বোর্ড টাইগারদের আগেই আমন্ত্রণ জানায় আসার, বাংলাদেশও সেই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছে। এ কারণে নির্ধারিত সময়ের ৫ দিন আগে সোমবার (১২ আগস্ট) পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়েন টাইগাররা।

হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল দুপুরের ফ্লাইটে করে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয় বাংলাদেশের ১৮ সদস্যের দল। এরপর আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে লাহোরে নিরাপদেই পৌঁছায় নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দল।

লাহোরের হোটেলে বাংলাদেশ দলকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অবশ্য আগে থেকেই টেস্ট দলের কয়েকজন সদস্য ‘এ’ দলের ম্যাচের জন্য বাবর-রিজওয়ানদের দেশে রয়েছেন। বাংলাদেশ ‘এ’ দল ইতিমধ্যে চার দিনের ম্যাচে মাঠে নেমেছে।

এদিকে বাংলাদেশের পরিস্থিতি শান্ত হতে শুরু করলেও ক্রিকেটারদের স্টেডিয়ামে এখনও অনুশীলনের পরিবেশ তৈরি হয়নি। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের বর্তমান অবস্থানও এখন পর্যন্ত অজানা। এ ছাড়াও বিসিবির বেশ কয়েকজন পরিচালক আত্মগোপনে রয়েছেন। এ কারণে পাকিস্তান সিরিজ নিয়ে ক্রিকেটাররা স্বস্তিতে অনুশীলন করতে পারছেন না। সবমিলিয়ে আগেভাগেই পাকিস্তানে গিয়ে পরিপূর্ণ অনুশীলনের চিন্তা বিসিবির।

নির্ধারিত সূচি বিবেচনায় আগামী ১৭ আগস্ট পাকিস্তানের উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল শান্ত-সাকিবদের। এরপর ২১-২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট এবং ৩০ আগস্ট-৩ সেপ্টেম্বর করাচিতে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে শান্ত-বাবরের দল। দুই ম্যাচের এই সিরিজের আগে ‘এ’ দল একই দেশে খেলছে দ্বিপাক্ষিক আরেকটি সিরিজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here