Home Bangladesh গোপালগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মুছে ফেলেছে শেখ হাসিনার নাম

গোপালগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মুছে ফেলেছে শেখ হাসিনার নাম

67
0

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মুছে ফেলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। ঘটনাটি ঘটেছে উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ে।

জানা গেছে, মঙ্গলবার (১৩ আগস্ট) সাদুল্লাপুর ইউনিয়নের তামিলপুর গ্রামের তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন থেকে শেখ কামাল ও পাঠাগার থেকে শেখ রাসেলের নামও মুছে ফেলা হয়। একই সঙ্গে পাঠাগারটির উদ্বোধনী ফলক থেকে মুছে ফেলা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম।

এ নিয়ে এলাকার আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

কোটালীপাড়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাবুল হাজরা বলেন, আমরা এ ঘটনার নিন্দা জানাই।

তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পরিমল বিশ্বাস কালবেলাকে বলেন, কে বা কারা বিদ্যালয়ের শেখ রাসেল পাঠাগার থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রাসেল ও অ্যাকাডেমিক ভবন থেকে শেখ কামালের নাম মুছে ফেলেছে তা আমাদের জানা নেই।

কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ এলাকায় এমন ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানাই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনুর আক্তার কালবেলাকে বলেন, আমরা কোনো প্রতিষ্ঠান থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম মুছে ফেলার কোনো নির্দেশনা এখনো পাইনি। কোনো প্রতিষ্ঠান থেকে শেখ হাসিনার নাম মুছে ফেলা সেটা একান্তই তাদের বিষয়।

গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম কালবেলাকে বলেন, এ বিষয়টি আমার জানা নেই। তবে তদন্ত করে দেখা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয়ের শেখ রাসেল পাঠাগার উদ্বোধন করেন এবং জনসভায় ভাষণ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here