Home Bangladesh সালমান এফ রহমানের বেক্সিমকোর গাড়ি থেকে বিপুল ইয়াবা উদ্ধার

সালমান এফ রহমানের বেক্সিমকোর গাড়ি থেকে বিপুল ইয়াবা উদ্ধার

100
0

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার ওষুধের গাড়িতে তল্লাশি চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে শিক্ষার্থীরা।

বুধবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার ভাবেরচর বাসস্ট্যান্ড এলাকায় সড়কের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত থাকা শিক্ষার্থীরা গাড়িটি তল্লাশি চালিয়ে এ ইয়াবা উদ্ধার করে।

এ সময় উদ্ধারকৃত ইয়াবাসহ চালককে আটক করে পুলিশে দেওয়া হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের ঢাকামুখী লেনে জরুরি ওষুধ পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানকে দূর থেকে প্রথমে থামানোর জন্য সিগন্যাল দেয় শিক্ষার্থীরা। সিগন্যাল অমান্য করে চালক গতি বাড়িয়ে দিলে প্রায় ১০০ গজ দূরে থাকা অন্যান্য শিক্ষার্থীরা গাড়িটি থামাতে সক্ষম হয়।

এরপর গাড়িটির পেছনের ঢালা খুলে ভেতরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগের ভেতরে টেপ পেঁচানো অবস্থায় পাওয়া যায় বিপুল ইয়াবা। পরে পুলিশের উপস্থিতিতে শিক্ষার্থীরা উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট গণনা শেষে আটক কাভার্ডভ্যানচালক সোহাগসহ (৩৫) উদ্ধারকৃত মালামাল গজারিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

আটক কাভার্ডভ্যানচালক সোহাগ নওগাঁ জেলার সদর উপজেলার তেলাওয়াতপুর ইউনিয়নের জেল হক মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার ওসি রাজিব খাঁন জানান, শিক্ষার্থীরা প্রতিদিনের মতো মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনে তল্লাশি চালানোর সময় বেক্সিমকো ফার্মার একটি গাড়ি থেকে বিপুল ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ইয়াবাসহ একজনকে আটক করে থানায় সোপর্দ করে শিক্ষার্থীরা। তবে তল্লাশি চলাকালে একজন পালিয়ে যায়। এ ছাড়া জব্দকৃত ইয়াবা ও কাভার্ডভ্যান পুলিশের হেফাজতে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here