Home Bangladesh ড. ইউনূসকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের অভিনন্দন

ড. ইউনূসকে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের অভিনন্দন

77
0

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলবিজয়ী অর্থনীতিবীদ ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বরাতে এ তথ্য জানা গেছে।

বুধবার (১৪ আগস্ট) রাতে নোবেলবিজয়ী এ অর্থনীতিবীদকে ফোন করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। এ সময় বিভিন্ন বিষয় নিয়ে তারা আলাপ করেন।

জানা গেছে, টেলিফোনে আলাপকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় অভিনন্দন জানান। এ সময় তিনি কয়েক দশক ধরে বাংলাদেশে ব্যবসা করছেন এমন শ্রীলঙ্কার বিনিয়োগকারীদের দেশে থাকার এবং এর বৃদ্ধি ও অগ্রগতিতে গঠনমূলক ভূমিকা পালন করারও পরামর্শ দেন।

এ ছাড়া টেলিফোনে আলাপকালে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. ইউনূস।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলবিজয়ী অর্থনীতিবীদ ড. মুহাম্মদ ইউনূসকে টেলিফোন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। মঙ্গলবার (১৩ আগস্ট) রাতে তিনি ড. ইউনূসকে টেলিফোন করেন। বুধবার (১৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, গত রাতে আমি আমার পুরোনো বন্ধু অধ্যাপক ড. ইউনূসকে ফোন করেছিলাম। ফোনে সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে তার নিয়োগের ব্যাপারে খোঁজখবর নিয়েছি এবং তাকে অভিনন্দন জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here