পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের দুগ্রুপের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার নতুন রূপপুর কড়ইতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানবীর হাসান সুমনের অফিস ও বাড়িতে হামলা চালানো হয়। এ সময় দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। এসব ঘটনায় দুজন আহত হয়েছেন।
ছাত্রদল নেতা রাসেল পারভেজ বলেন, আমার বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করায় অন্যান্য আসামির আত্মীয়স্বজনসহ স্থানীয়রা চররুপপুর জিগাতলা থেকে একটি মিছিল বের করে। মিছিলটি নতুন রূপপুর গোরস্তানের কাছে গেলে সুমনের নেতৃত্বে গুলি চালানো হয়। এতে সবাই ছত্রভঙ্গ হয়ে যায়।
উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তানভীর হাসান সুমন বলেন, দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মেহেদী হাসানের নেতৃত্বে আমার ব্যক্তিগত অফিস ও বাড়িতে হামলা চালানো হয়। এ সময় এলাকাবাসী তাদের প্রতিরোধ করে। পরে ফেলে যাওয়া দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্যসচিব মেহেদী হাসান জানান, মিছিলে হামলাকারীরা ছাত্রদলের কেউ নয়, তারা ডাকাত। আমাদের শান্তিপূর্ণ মিছিলে তারা হামলা চালিয়ে মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে সজল (২৫) ও কামরুজ্জামান ফিরোজ (২৭) নামে দুজন আহত হয়।
উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে গত ১০ আগষ্ট রাতে সচীন বিশ্বাস সাজু নামে এক ছাত্রদল কর্মী নিহত হন। সেই ঘটনার জের ধরেই ফের সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম কালবেলাকে বলেন, দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে । কেউ কোনো অভিযোগ দেয়নি, এমন কিছু পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।