Home Bangladesh রাস্তায় পড়ে ছিল ১৮ লাখ টাকা

রাস্তায় পড়ে ছিল ১৮ লাখ টাকা

53
0

রাজশাহীর একটি সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ১৮ লাখ টাকা পাওয়া গেছে। রোববার (১৮ আগস্ট) ভোর সোয়া ৫টার দিকে নগরীর ভদ্রা এলাকা থেকে শিক্ষার্থীরা এসব টাকা পান।

পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা এসব টাকা নগরীর বোয়ালিয়া মডেল থানায় সেনাবাহিনী ও জেলা প্রশাসকের একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জমা দেন। রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ওসি মাসুদ পারভেজ কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন।

শিক্ষার্থী আক্কাস আলী বলেন, আমরা রোববার ভোর রাতে টহল ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলাম। এ সময় আমরা রাস্তায় একটি ব্যাগ দেখতে পাই। সেই ব্যাগে আমরা শুরুতে একটি লাথি দেই। পরে মনে হয় ব্যাগে কিছু আছে। এ সময় খুলে দেখি ১৮টি বান্ডিলে এক হাজার টাকার নোট আছে। সঙ্গে একটি সোনালী রঙের গ্লাস ছিল। তবে স্বর্ণের কিনা সেটি আমার যাচাই করে দেখতে পারিনি। কিন্তু গ্লাসে মোট ১৮টি ফুটো আছে। বান্ডিলও আছে ১৮টি। এটি কোনো সংকেত হতে পারে।

ওসি মাসুদ পারভেজ বলেন, কয়েকজন শিক্ষার্থী নগরীর ভদ্রা এলাকা থেকে প্রায় ১৭ লাখ ৯২ হাজার টাকা কুড়িয়ে পায়। পরে তারা সে টাকা থানায় জামা দেয়। সেনাবাহিনী ও জেলা প্রশাসকের একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টাকাগুলো জমা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, টাকার সঙ্গে একটি গ্লাস পাওয়া গেছে। সেটি সোনার নয়। আমরা যাচাই করে এটি পেয়েছি। গ্লাসে অনেকগুলো ফুটো আছে। এর সঙ্গে টাকার মিল আছে কিনা আমরা তদন্ত করে দেখছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here