Home Bangladesh বন্যার্তদের পাশে দাঁড়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

বন্যার্তদের পাশে দাঁড়াতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

74
0

পাহাড়ি ঢল ও ভারি বর্ষণের কারণে দেশের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রেসকিউ অপারেশন, ত্রাণ ছাড়াও বিতরণ কর্মসূচি ও ফান্ড রেইজিং উদ্যোগ গ্রহণ করবেন তারা।

বুধবার (২১ আগস্ট) রাতে সমন্বয়ক মো. আবু বাকের মজুমদারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বর্তমানে সারা দেশ এখন সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। পাহাড়ি ঢল থেকে আসা উজানের পানিতে নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট, খাগড়াছড়িসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এলাকাগুলো বন্যার কবলে পড়েছে। এই পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারাদেশে রেসকিউ অপারেশন এবং ত্রাণ বিতরণ কর্মসূচি চালু করতে যাচ্ছে। এই কার্যক্রম সফলভাবে পরিচালনার লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি পাবলিক ফান্ড রেইজিং উদ্যোগ শুরু করছে।

এ বিজ্ঞপ্তিতে, নিজ জেলা-উপজেলা জনসাধারণ সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবী দল গঠনের আহ্বান জানান। কেন্দ্রীয় প্রতিনিধির সঙ্গে সমন্বয় করে রেসকিউ অপারেশন ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।

আরও বলা হয়, নিজ নিজ এলাকায় ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য একাধিক হটলাইন নম্বর চালু নির্দেশনাও দেয়া হয়। তা ছাড়া নিকটস্থ নিরাপদ আশ্রয়স্থলগুলো চিহ্নিত করে তা এলাকার মানুষকে জানিয়ে দেওয়ার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here