Home Bangladesh বন্যায় বিপর্যস্ত ১৩ জেলায় মানবিক বিপর্যয়

বন্যায় বিপর্যস্ত ১৩ জেলায় মানবিক বিপর্যয়

66
0

টানা ভারি বৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজারে। বন্যার পানিতে তলিয়ে গেছে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি। প্রায় ৩৬ লাখ মানুষ পানিবন্দি ও ক্ষতির মুখে পড়েছেন। এতে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে। ইতিমধ্যে আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে চার জেলায়।

তবে নতুন করে বন্যাকবলিত হওয়ার খবর পাওয়া গেছে আরও তিন জেলার। এগুলো হলো রাঙামাটি, কক্সবাজার ও সিলেট।

বন্যার্তদের সহায়তায় পাঁচ জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। সেনা সদস্যরা ত্রাণ ও খাদ্য বিতরণসহ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, পানিবন্দি হয়ে পড়েছেন দেশের বন্যাকবলিত ১০ জেলার প্রায় ৩৬ লাখ মানুষ। অনেক তথ্য টেলিযোগাযোগ সংযোগ বিচ্ছিন্ন থাকায় জানা যাচ্ছে না। তবে বন্যায় দুজন মারা গেছেন বলে জানা গেছে।

আট জেলায় গত বুধবার (২১ আগস্ট) থেকে বন্যা পরিস্থিতি দেখা দেয়। আরও পাঁচ জেলাসহ মোট ১৩ জেলা গতকাল বৃহস্পতিবার বন্যাকবলিত হয়ে পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here