Home International ত্রিপুরায় পানিবন্দি ১৭ লাখ, ১৯ মরদেহ উদ্ধার

ত্রিপুরায় পানিবন্দি ১৭ লাখ, ১৯ মরদেহ উদ্ধার

73
0

ভারতের ত্রিপুরার আরও অনেক এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন ১৭ লাখ মানুষ। আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ৬৫ হাজারের বেশি দুর্গত বাসিন্দা। এ পরিস্থিতিতে প্রাণহানির শঙ্কা দিন দিন বাড়ছে। গত চার দিনে ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আনন্দবাজারের খবরে বলা হয়, প্রবল বৃষ্টিতে বন্যার কবলে ত্রিপুরা। রাজ্যের বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে। বৃহস্পতিবারও (২২ আগস্ট) ভারি বৃষ্টি হয়েছে। আজ শুক্রবারও (২৩ আগস্ট) গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছে। স্থানীয় আবহাওয়া ভবন জানিয়েছে, ত্রিপুরার বিভিন্ন অংশে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

এদিকে রাজ্যের আটটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এসব অঞ্চলের সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছে আবহাওয়া দপ্তর।

জানা গেছে, টানা বৃষ্টিতে ত্রিপুরার নদীগুলোর পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। নিচু এলাকার গ্রামগুলো সম্পূর্ণ তলিয়ে গেছে। ফসল, গবাদি পশু, পোল্ট্রি খামারের ক্ষতি অবর্ণনীয়।

রাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, গোমতি জেলা সবচেয়ে বেশি দুর্গত। এ জেলায় সেনাবাহিনীর হেলিকপ্টার উদ্ধার তৎপরতা এবং ত্রাণ কার্যক্রমে যুক্ত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রের সব দপ্তর আন্তরিকভাবে কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here