Home Bangladesh ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

ডুবে গেছে রাঙামাটির ঝুলন্ত সেতু

67
0

গত কয়েক দিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে ডুবে গেছে সিম্বল অব রাঙামাটি খ্যাত পর্যটনের ঝুলন্ত সেতু।

শুক্রবার (২৩ আগস্ট) পানি বৃদ্ধির কারণে সেতুর ওপর দিয়ে পর্যটক চলাচল বন্ধ ঘোষণা করেছে পর্যটন কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার মধ্যরাত থেকে পানি বেড়ে সেতু ডুবে যায়। প্রায় ৬ ইঞ্চি পানির নিচে সেতুর পাটাতন। সেতু ডুবে যাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেতুতে পর্যটকদের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ রাখা হয়েছে পর্যটনে প্রবেশের টিকিটও। নষ্ট হয়ে যাওয়া সেতুর পাটাতন মেরামতের কাজ করছে কর্তৃপক্ষ।

কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, সকাল ৯টায় রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ছিল ১০৫ দশমিক ৮৪ এমএসএল (মিন সি লেভেল)।

রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, উজানের আসা পানি বেড়ে যাওয়ায় সেতু ডুবে গেছে। দর্শনার্থীদের জন্য চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে। মেরামত কাজ চলছে। দ্রুত পানি কমে গেলে আবারও দর্শনার্থীদের জন্য সেতুটি খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

১৯৮৩ সালে শহরের তবলছড়ি এলাকায় দুই দ্বীপের মধ্যে সেতু নির্মাণ করে বাংলাদেশ পর্যটন করপোরেশন। যা সিম্বল অব রাঙামাটি খ্যাত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here