Home Bangladesh রাতের আঁধারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

রাতের আঁধারে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

65
0

দিনাজপুরের পার্বতীপুরে রাতের আঁধারে ট্রেনের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (২৪ আগস্ট) রাতে পার্বতীপুর-ফুলবাড়ী রেল পথের তাপবিদ্যুৎ কেন্দ্র আবাসিক গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যু হওয়া সেই শিক্ষার্থীর নাম আব্দুল্লাহ আল ফাহিম (১৭)। সে দশম শ্রেনির শিক্ষার্থী। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের রাজারামপুর ফকির পাড়া গ্রামের মাসুমের ছেলে ফাহিম।

জানা গেছে, ফাহিম দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে আক্রান্ত ছিল। শনিবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিল সে। বিকেলে তাকে ঘটনাস্থল রেল লাইনের পাশে ঘোরাঘুরি করতে দেখে স্থানীয়। সন্ধ্যা ৭টার দিকে রেলের ৩৬৮/৪ নম্বর খুঁটির কাছে পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানার এসআই সাজিদ হাসানের নেতৃত্বে ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

মৃতের চাচা জিয়াউর রহমান বলেন, দীর্ঘদিন যাবৎ মানসিক রোগে ভুগছিল ফাহিম। কয়েকমাস আগে বাড়ি থেকে নিখোঁজ হলে প্রায় ২৫দিন পর ঢাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

পার্বতীপুর রেল থানার ওসি সাকিউল আযম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিনা ময়না তদন্তে লাশ হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here