Home Bangladesh ‘জাতিসংঘের প্রতিনিধি দলকে সব ধরনের সহযোগিতা করা হবে’

‘জাতিসংঘের প্রতিনিধি দলকে সব ধরনের সহযোগিতা করা হবে’

64
0

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও নৃশংসতা তদন্তে জাতিসংঘের প্রতিনিধি দলকে সব ধরনের সহযোগিতা করা হবে।

মঙ্গলবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ২ মাসে শিক্ষার্থীদের গণঅভ্যুত্থান দমনে আসলে কী হয়েছে সেটি তদন্তেই তারা এসেছে, প্রাথমিকভাবে খুব ভালো আলোচনা হয়েছে।

তিনি জানান, তদন্ত কাজে জাতিসংঘ প্রতিনিধি দলকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। এ ছাড়া জাতিসংঘ মিশনে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আরও বেশি সংখ্যক সদস্য যেন যেতে পারে সে ব্যাপারে তাদের অনুরোধ করেছি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, কিছুক্ষণ আগে চীনের অ্যাম্বাসেডরও এসেছিলেন। বাংলাদেশে প্রায় ৯ হাজারের মতো চাইনিজ রয়েছে। অ্যাম্বাসেডর তাদের নিরাপত্তার বিষয়ে আমাদের অনুরোধ করেছে। আমরা বলেছি, আমাদের পক্ষে যতটুকু সাহায্য-সহযোগিতা করা দরকার অবশ্যই তা করব। বন্যায় ক্ষতিগ্রস্তদের যত ধরনের সাহায্য-সহযোগিতা করা প্রয়োজন সেগুলো আমরা চেয়েছি।

প্রসঙ্গত, গত মধ্য জুলাই থেকে আগস্টের শুরুতে কোটা সংস্কার আন্দোলন ও ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় দেশজুড়ে হওয়া হত্যাকাণ্ড ও নৃশংসতার তদন্তে সহায়তা করতে জাতিসংঘের তিন সদস্যের প্রতিনিধি দল বুধবার (২১ আগস্ট) মধ্যরাতে ঢাকায় এসেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here