Home Bangladesh বরিশালে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

114
0

চাঁদা না পেয়ে ছাত্রলীগ কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের মামলার প্রধান আসামি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিন তালুকদারকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরীয়তপুরের চিকন্দি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তার আল আমিন তালুকদার বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও বড় দুলালী এলাকার মৃত আজিজুল হক তালুকদারের ছেলে।

নিহতের বড় ভাই রাসেল শিকদার বলেন, রাশেদ ঢাকায় আমার ব্যবসা দেখাশোনা করত। ১৬ আগস্ট শুক্রবার ওর দুই বছরের ছেলে রাফসান বাড়িতে আসে। জুমার নামাজের পর সে ছেলের জন্য ফল কিনতে বার্থী বাজারে যায়। সেখানে তাকে ছাত্রদলের লোকজন আটকে চাঁদা দাবি করে। অন্যথায় এলাকায় থাকতে দিবে না বলে হুমকি দেয়। রাশেদ চাঁদা দিবে না বলে জানালে বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিনের নেতৃত্বে সাইমুন, হামিম তালুকদারসহ ১০/১৫ জন ব্যাপক মারধর করে।

উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতাল, সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে ঢাকা নিতে বললে, ঢাকা নেওয়ার পথে আমার ভাই মারা যান। মারধর থেকে বাঁচতে বাজারের কামরুলের দোকানে আশ্রয় নিলে সেই দোকানেও ভাঙচুর চালায় ছাত্রদলের কর্মীরা।

র‌্যাব জানিয়েছে, ঘটনার পরের দিন নিহতের বড় ভাই বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর আসামিরা বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল। র‌্যাব ছায়াতদন্তে নেমে জানতে পারে প্রধান আসামি আল আমিন শরীয়তপুরের চিকন্দি বাজারে আত্মগোপনে আছে। শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, রাশেদ হত্যা মামলায় চারজনকে আসামি করে মামলা হয়েছে। র‌্যাব একজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। গ্রেপ্তারকৃত সব স্বীকার করেছেন। আদালত তাকে কারাগারে পাঠিয়ে। অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here