Home International মালয়েশিয়ায় ভারী অস্ত্রে সজ্জিত ‘মোসাদের হিটম্যান’ আটক

মালয়েশিয়ায় ভারী অস্ত্রে সজ্জিত ‘মোসাদের হিটম্যান’ আটক

165
0

মালয়েশিয়ায় ভারী অস্ত্রে সজ্জিত এক ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হিটম্যান এবং বড় ধরনের গুপ্তচর চক্রের সদস্য হতে পারে বলে ধারণা করছেন তদন্ত কর্মকর্তারা। খবর আরটির।

শুক্রবার (৩০ মার্চ) এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) রাজারুদ্দিন হোসেন গ্রেপ্তারের কথা জানিয়েছেন। ৩৬ বছর বয়সী সন্দেহভাজন ওই ব্যক্তি গত ১২ মার্চ ফরাসি পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছিলেন। গ্রেপ্তারের সময় তিনি দেশটির রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে অবস্থান করছিলেন।

রাজারুদ্দিন হোসেন বলেন, জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন ওই ব্যক্তি আরেকটি পাসপোর্ট বের করে দেখিয়েছেন। এই পাসপোর্ট ইসরায়েল তাকে দিয়েছে। তার হোটেল রুমের একটি ব্যাগে ছয়টি বন্দুক পাওয়া গেছে। এর মধ্যে তিনটিতে গুলি লোড করা ছিল।

গ্রেপ্তার ইসরায়েলি নাগরিক পুলিশকে বলেছেন, পারিবারিক ইস্যুকে কেন্দ্র করে আরেক ইসরায়েলি নাগরিকের খোঁজে তিনি মালয়েশিয়ায় এসেছেন। তাকে খুঁজে বের করে হত্যা করাই তার উদ্দেশ্যে।

তবে মালয়েশিয়ার আইজিপি বলেছেন, গ্রেপ্তার ওই ব্যক্তি কী কাজ করেন, তা প্রকাশ করছেন না। মোসাদের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি একেবারে উড়িয়ে দিতে পারেন না তদন্ত কর্মকর্তারা।

তিনি বলেন, এই সন্দেহভাজন ব্যক্তি আমাদের যা বলছে তা আমরা পুরোপুরি বিশ্বাস করছি না। তার হয়তো অন্য উদ্দেশ্য থাকতে পারে। কারণ তিনি ১২ মার্চ থেকে এখানে অবস্থান করছেন। তিনি ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে এসব অস্ত্র কিনেছেন।

তবে এই বিষয়ে এখন পর্যন্ত ফ্রান্স বা ইসরায়েল কেউই প্রকাশ্য কোনো মন্তব্য করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here