দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৭ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ফের পিছিয়েছে।
অসুস্থ থাকায় খালেদা জিয়া আদালতে হাজির হতে না পারায় মঙ্গলবার (২৮ মে) ঢাকার বিশেষ জজ আদালত-২-এর বিচারক আকতারুজ্জামান আগামী ৫ আগস্ট নতুন দিন ধার্য করেন।
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির এই মামলায় আজ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া অসুস্থ থাকায় তারপক্ষে আদালতে হাজিরা দেন সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। পরে তিনি মামলার চার্জশুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করলে আদালত নতুন দিন ধার্য করেন।
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতির অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা করেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর ওই বছরের ৫ অক্টোবর আসামিদের নামে অভিযোগপত্র দাখিল করে দুদক। কিন্তু উচ্চ আদালতের নির্দেশে দীর্ঘ ৯ বছর মামলাটির বিচারকাজ স্থগিত ছিল। সবশেষ ২০১৭ সালের ২৮ মে সেই স্থগিতাদেশ প্রত্যাহার হয়। এরপর থেকে মামলাটি অভিযোগ গঠন শুনানির জন্য রয়েছে।
আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভূঁইয়া, এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম, ব্যারিস্টার আমিনুল হক ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন মারা গেছেন। আর যুদ্ধাপরাধ মামলায় জামায়াতের দুই শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হয়েছে।
তাদের বাদ দিয়ে এখন বাকি আসামিদের বিচার চলছে। খালেদা জিয়া ছাড়াও এ মামলার অন্য আসামিরা হলেন ড. খন্দকার মোশাররফ হোসেন, আলতাফ হোসেন চৌধুরী, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এস আর ওসমানী ও সাবেক পরিচালক মঈনুল আহসান, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম ও খনির কাজ পাওয়া কোম্পানির স্থানীয় এজেন্ট হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।