নামাজ, খেলাধুলা ও চিত্তবিনোদনসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ডেনমার্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মুসলমানদের মধ্যে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে।
রোববার (১৬ জুন) সকাল সাড়ে ৯টায় ডেনমার্কের রাজধানী কোপেনহেগের বেলাহয় মাঠে ঈদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়।
এই ঈদ জামাতে বাংলাদেশি প্রবাসীরা ছাড়াও মধ্যপ্রাচ্য ও বিভিন্ন দেশের প্রায় ১০ হাজারেরও বেশি মুসলমান অংশ নেয়।
এ ছাড়া বাংলাদেশি প্রবাসী কর্তৃক পরিচালিত দুটি মসজিদের মধ্যে ব্রনশয় টর্ভে অবস্থিত দারুল আরকাম সেন্টার মসজিদে সকাল ৮টায় ও নরেব্রোতে অবস্থিত বায়তুল মোকাররম মসজিদে সকাল ৮টা, ৯টা ও ১০টায় মোট ৩টি জামাত অনুষ্ঠিত হয়।
সকালে বেলাহয় মাঠে ঈদের নামাজ শেষে মাঠের পাশেই মেলা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ধরনের খাবার, বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশি প্রবাসী ফাহিম শাহরিয়ার বলেন, দেশের বাইরে এক অন্যরকম ঈদ এটি। পরিবার, বন্ধু-বান্ধব ও দেশের মাটি ছেড়ে ডেনমার্কের ঈদ উদযাপন কিছুটা কষ্টের বটে। পরিবারকে অনেক মিস করছি। এখানে বাংলাদেশি ভাইবোনদের সঙ্গে দেখা হয়ে একসঙ্গে হয়ে কিছুটা ভালো লাগছে।